About Us

University Press Limited


Enabling a knowledge-based society


A pioneer in academic and scholarly publishing in Bangladesh, UPL has cultivated the work of some of Bangladesh’s best scholars and literary talents. Our catalog includes books on politics, governance, history, sociology, development, gender, education, health, environment, anthropology, religion, economics, autobiography/biography, and a commendable collection of literary titles – in both English and Bangla languages. UPL’s scholarly publications are considered some of the best resources for research on Bangladesh and are highly sought after by academics worldwide. Our literary collection also presents the works of brilliant writers in the poetry, fiction and short story genres.


UPL’s Keystone Road to Bangladesh Series presents a comprehensive collection providing a well-rounded narrative of the events of 1971 and the emergence of independent Bangladesh. This collection, which UPL is dedicated to keeping permanently in print, includes a large number of primary sources, analysis, and literature relating to the Bangladesh Liberation War.


UPL was formed in December 1975 by Mohiuddin Ahmed, the former editor of Oxford University Press, Pakistan. Besides its own publishing activities, UPL has been the Bangladeshi distributor for several foreign publishers and has also worked with a wide range of international publishers, including Zed Books, Cambridge University Press, Kumarian Press, Women Unlimited and Zubaan Books, to create high-quality collaborative volumes. UPL’s catalog includes more than 600 titles in print, making us one of the most distinctive institutions in Bangladesh, committed to building a knowledge-based society.


Learn more about the University Press Ltd Publication at Wikipedia Entry of UPL.

As Featured in the Media

What others are saying about University Press Limited


ইউপিএল-এর বই পড়ুন 

বাংলাদেশ সম্পর্কে জানুন


একাডেমিক ও গবেষণামূলক প্রকাশনায় বাংলাদেশে অগ্রগামী প্রকাশনা সংস্থা হিসেবে ইউপিএল এদেশের শ্রেষ্ঠ ও সাহিত্য প্রতিভাদের রচনার সম্ভার গড়ে তুলেছে। আমাদের রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত রাজনীতি, প্রশাসন, ইতিহাস, সমাজ বিজ্ঞান, উন্নয়ন, জেন্ডার, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নৃতত্ত্ব, ধর্ম, অর্থনীতি, আত্মজীবনী/জীবনী ও সাহিত্য বিষয়ক উল্লেখযোগ্য বিভিন্ন বই। বাংলাদেশ সম্পর্কে গবেষণার জন্য ইউপিএল প্রকাশনাকে পৃথিবীব্যাপী মূল্যবান তথ্য-উৎস হিসেবে বিবেচনা করা হয় এবং বিদ্বান গবেষকবৃন্দ এসব বই ব্যবহার করে থাকেন। এছাড়া কবি, কথাশিল্পী ও গল্পকার, যাঁদের অধিকাংশই বাংলাদেশী, তাঁদের অনন্য সাধারণ বইয়ের সমন্বয়ে তৈরী হয়েছে আমাদের প্রকাশিত সাহিত্যমূলক বইয়ের তালিকা।


ইউপিএল-এর অন্যতম মৌলিক উদ্যোগ রোড টু বাংলাদেশ সিরিজ। এই সিরিজের বইগুলি ১৯৭১ সাল ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর্ব সম্পর্কে সামগ্রিক দিক থেকে গভীর ও বিস্তারিত অনুসন্ধানের নানা ফসল পাঠকের সামনে তুলে ধরেছে। বাংলাদেশের রূপদানকারী সময়ের ঐতিহাসিক প্রাসঙ্গিকতা ও গুরুত্বকে বিবেচনা করে এই সিরিজের বইগুলি যেন কখনো পাঠকদের জন্য অপ্রাপ্য না হয় ইউপিএল তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই সিরিজের বইগুলিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে গবেষণালব্ধ প্রাথমিক তথ্য, বিশ্লেষণ ও নির্ভরযোগ্য বর্ণনা।


অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, পাকিস্তানের প্রাক্তন সম্পাদক মহিউদ্দিন আহমেদ ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে ইউপিএল প্রতিষ্ঠা করেন। নিজেদের প্রকাশনা ছাড়াও ইউপিএল অনেকগুলি বিদেশী প্রকাশকের বইয়ের বাংলাদেশ পরিবেশক হিসেবে কাজ করে আসছে। ইতিমধ্যে ইউপিএল আন্তর্জাতিকভাবে বিখ্যাত বিভিন্ন প্রকাশনা সংস্থা যেমন- পেঙ্গুইন বুকস, জেড বুকস, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, কুমারিয়ান প্রেস, উইমেন আনলিমিটেড এবং জুবান বুকস - প্রভৃতি বইয়ের প্রকাশকদের সঙ্গে সহযোগিতামূলক যৌথ প্রকাশনা কার্যক্রমে অংশ নিয়েছে। বর্তমানে ইউপিএল প্রকাশিত ৬০০-এর অধিক বই বাজারে প্রচলিত আছে। উন্নতমানের বইয়ের এই বিপুল সম্ভার বাংলাদেশে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে ইউপিএল-এর স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক ভূমিকাকে প্রতীয়মান করে।